ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ মহিলা নিহত

0
132
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ষাটোর্ধ এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল সেঞ্চুরি ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিরাশুনি গ্রামের মৃত আকছেত আলী শেখের স্ত্রী রোকেয়া বেগম (৬২) ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের মেয়ের বাড়ি থেকে ভ্যান যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় ভ্যানটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল সেঞ্চুরি ফিলিং স্টেশনের সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এঘটনায় মহিলা বাসের চাকায় পিষ্ট হয়ে বাম পা হাটু থেকে আলাদা হয়ে যায় ও মাথা আঘাত লেগে প্রচন্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে,
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত হোসেন জানায় , নিহত মহিলাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং বাসটিকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here