যশোর প্রতিবেদক : যশোর জেলার বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় যশোরের বাস্তবায়নে বুধবার দুপুরে জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডা. তাহেরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন সমন্বয়ক সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস।
উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, সিভিল সার্জন কার্যালয় যশোরের মেডিকেল কর্মকর্তা রেহেনেওয়াজ, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের মনিটরিং অফিসার, নিজাম উদ্দিন বিশ্বাস, প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমানসহ জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ। সঞ্চালনা করেন যশোর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা অনুপম দাস।