জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৮ জুন উদ্বোধন হচ্ছে। এই
ক্যাম্পেইন উপলক্ষ্যে বৃহস্পতিবার ১৫ জুন সকাল ১০টায় সংবাদ সম্মেলন
হয়েছে। এই জেলা সাংবাদিক সম্মেলননে আয়োজন করেন যশোর জেলা
সিভিল সার্জন অফিস।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন
ডা: মো: নাজমুস সাদিক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ
হাসান টুকুন, সহ সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু প্রমুখ। সংবাদ
সম্মেলনে সভাপতিত্ব করেন, যশোরের সিভিল সার্জন ডা: বিপ্লব
কান্তি বিশ্বাস। বাস্তবায়নের দায়িত্বে জাতীয় পুষ্ঠিসেবা।
যশোরে ৩ লাখ+ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল
আগামী রবিবার (১৮ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
সারাদেশের মতো যশোরেও ৬-১১ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যশোরে তিন লাখ ৩১
হাজার ৮৪৪ শিশুকে খাওয়ানো হবে এই ক্যাপসুল। চাহিদার বিপরীতে ৩
লাখ ৪১ হাজার ক্যাপসুল সরবরাহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে যশোর সিভিল সার্জন অফিসে জেলার
ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাকিব রাসেল প্রেস
ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্যবিভাগের কর্মী
ছাড়াও টিকাদান কার্যক্রম ফলাফলভাবে বাস্তবায়নের জন্য স্বেচ্ছাসেবক
নিয়োগ করা হয়েছে। ইতোমধ্যে তাদের প্রশিক্ষণও শুরু হয়েছে। যশোর
পৌরসভাসহ জেলার ৮ উপজেলায় ২ হাজার ২৯৩টি কেন্দ্রে মোট পাঁচ
হাজার ৬৬৭ কর্মী দায়িত্ব পালন করবেন।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ৬ মাসের কম ও ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪
মাসের মধ্যে যেসব শিশুরা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গ্রহণ এবং
অসুস্থ শিশুরা এই কর্মসূচির আওতায় থাকবে না।