দর্শনায় আইএফআইসি ব্যাংক শাখার উদ্যোগে মধুমাস উদযাপন 

0
151
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিত্ব ঃ দর্শনায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “আইএফআইসি মধুমাস  উৎসব উদযাপন অনুষ্টিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় দর্শনা পুরাতন বাজার আইএফআইসি দর্শনা শাখার উদ্যোগে মধুমাস উৎসবে স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক সোহরাব হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ শাখা ব্যাপস্থাপক বিপ্রতীপ পাল, অফিসার নাজমুল হোসেন, মোঃ আলেফ,লিজা খাতুন।এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,  অফিসার ইনচার্জ( নিঃ)মোঃ নিরব  সেকেন্ড অফিসার আহমেদ আলী,দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারন সম্পাদক আহসান হাবীব মাসুন,সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ প্রমুখ।  স্বাগত বক্তব্যে সোহরাব  হোসেন বলেন,সম্পূর্ন ভিন্ন মাত্রায়  আইএফআইসি  ‘আমার একাউন্ট ‘সাধারণ মানুষের অসাধারণ একাউন্ট। ” সহজ একটি হোমলোন প্রদানে দেশে সবার শীর্ষে আইএফআইসি আমার বাড়ি’ আগামীর নিশ্চয়তায় আইএফআইসি আমার ভবিষ্যৎ আছে আপনাদেরই জন্য।বর্তমানে১২৭০টি শাখা নিয়ে১৬২৫৫ টি গ্রাহক সেবা কেন্দ্র সপ্তাহে ৭দিন সেবা দিয়ে যাচ্ছে।তাই দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার গৌরব অর্জন করায় এই আনন্দ একসাথে গ্রাহকদের সাথে উদযাপন করতেই এই মধুমাস উৎসবের আয়োজন। এসময় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আঃ মমিন, হাজী আব্দুর রহমান  আবুল হাসেম,আঃ কাদের,হাসিনা  আক্তার টুসি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here