মনিরামপুর পৌর প্রতিনিধি:মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামে ১৯/৬/২০২৩তাং সোমবার বিকালে ঘোড়া দৌড় দেখতে এসে ঘোড়ার পায়ের আঘাতে গুরুতর আহত হয়েছে আনন্দ দাস।স্হানীয় জনসাধারণ দ্রুত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলেও মিলছিলো না আনন্দ দাসের পরিচয়।অবশেষে সোস্যাল মিডিয়া ফেইসবুকে একাধিক পোস্ট দেখে ছুটে আসেন আনন্দ দাসের বড় বোন সীমা দাস।ঘোড়া দৌড় দেখতে আজ সকলেই বোনের বাড়িতে আসেন আনন্দ দাস।
আনন্দ দাস মুড়োগাছা মদনপুর তালপুকুর পাড়ার অরুণ দাসের পুত্র। আহত আনন্দ দাস কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।