দামুড়হুদায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ক আলোচনা

0
268
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদায় জেলা তথ্য অফিসের উদ্যোগে  ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার সময় জেলা  তথ্য অফিসের আয়োজনে ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দামুড়হুদা উপজেলা সম্মেলন কক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী  অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু। এসময় আরও  উপস্থিত ছিলেন দামুড়হুদা
সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: কামাল উদ্দীন, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে মূল কনসেপ্ট পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন দামুড়হুা অফিসের সহকারী তথ্য কর্মকর্তা। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি এবং ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা, উক্ত কার্যক্রম বাস্তবায়নে সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here