যশোরের রূপদিয়া বাজারে পিকআপ, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান ও আপিল ব্রিকসের নাম্বারবিহীন ডাম ট্রাকের চতুর্মুখী সংঘর্ষের ঘটনা একজনের প্রাণহানি

0
279

রাসেল মাহমুদ : যশোরের রূপদিয়া বাজারে পিকআপ, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান ও আপিল ব্রিকসের নাম্বারবিহীন ডাম ট্রাকের চতুর্মুখী সংঘর্ষের ঘটনা একজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় রং বহনকারী পিকআপ গাড়ির চালক রাজীব তালুকদার (৩০) এর ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) আনুমানিক দুপুর ১টার দিকে রূপদিয়া বাজারের পশ্চিমপ্রান্তের কলেজ গেটের সামনে যশোর-খুলনা মহাসড়কের আন্ধারি বটতলা নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত পিকআপের চালক রাজীব তালুকদার বরিশালের বাবুগঞ্জের লাফদি গ্রামের আব্দুল হাকিম তালুকদারের ছেলে। নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল হামিদ জানান, যশোর থেকে খুলনাগামী একটি পিকআপ যার নাম্বার (ঢাকা মেট্রো ন ১৫-২২৪৩) এবং খুলনা থেকে যশোরগামী কার্গো ট্রাক (চট্টো মেট্রো ট ১১-৯৫৫৮) এর সংঘর্ষ হয়। এসময় ট্যাংক লরিও (যশোর-ড ১১-০৬৩৬) ধাক্কা দেয়। এতে পিকআপ ড্রাইভার বরিশালের বাবুগঞ্জের আব্দুল হাকিম তালুকদারের ছেলে রাজীব তালুকদার (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এঘটনায় পিকআপ ও কার্গো ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এসময় তেল বাহি ট্যাংক লরির গ্লাস ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানিয়রা বলেন আফিল ব্রিকসের একটি নাম্বারবিহীন ইটের ট্রাকে ধাক্কায় এদূর্ঘটনা ঘটে। তবে ঘটনার সাথেসাথে খবর পেয়ে আফিল ব্রিকসের লোকজন এসে তাদের গাড়িটি সরিয়ে ফেলে। এদিকে, খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করেন এবং সড়কের উপর দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হওয়া গাড়িগুলো হাইওয়ে পুলিশের সাথে যৌথভাবে সরিয়ে ফেলেন। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here