দামুড়হুদা সীমান্তে ১কেজি স্বর্ণসহ আটক১

0
258
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদার সুলতানপুর – ঝাঝাডাঙ্গা সীমান্তে বিজিবি প্রায় ১ কেজি স্বর্ণের বার সহ ১ জনকে আটক করেছে।
 চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) জানায়, শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদার সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঝাঝাডাঙ্গা  সীমান্তের  ৭৮/৬ পিলার হতে আনুমানিক ৬শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা পাঁকা রাস্তার পাশ্বে অবস্থান নেয়।এসময় একই এলাকার পারকৃষ্ণপুর  গ্রামের শুকুর আলীর ছেলে তরিকুল পায়ে হেটে ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে সীমান্তর দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে দৌ‌ড়ে পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা কর‌ে।বি‌জি‌বি সদস্যরা  দুই ভাগে বিভক্ত হয়ে তাকে ধাওয়া করে আটক করে।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাজে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ১১টি স্বর্ণের বার যার ওজন ৮১৬ গ্রাম আনুমানিক মুল্য ৭০ লাখ টাকা এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করে।আটককৃত তরিকুলকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।উদ্দাম কৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here