পাইকগাছায় পেশিশক্তি খাটিয়ে জমির মালিকদের উচ্ছেদ

0
166
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় আয়ুব আলী ফকিররা পেশি শক্তি খাটিয়ে প্রতিপক্ষ  ৪ জমির মালিকের মধ্যে ৩ জনকে উচ্ছেদ করছে। মোস্তাক নামে অন্যের বাড়ী ঘর ভেঙ্গে দেয়া হয়েছে। নির্দেশ দিচ্ছে চলে যেতে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।
উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের মোস্তাক সরদার, আকবর মোড়ল,রেজাউল মোড়ল ও নুরালী শেখ স্থানীয় হেকমতদের কাছ থেকে ১০ বছর পুর্বে জমি ক্রয় করেন।সেখানে পাকা বাড়ী ঘর বানিয়ে ভোগ দখল করে। এর মধ্যে মোস্তাককে বাদে অন্য ৩ জনকে মারপিট, হামলা মামলা করে উচ্ছেদ করার ঘটনা ঘটেছে। এবার মোস্তাককে কয়েকমাস যাবৎ বাড়ী ঘর ভেঙ্গে নিয়ে উচ্ছেদের জন্য চাপ সৃষ্টি করছে। চলে না গেলে তাকে  গুম খুনের হুমকি দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।  অবশেষে মোস্তাক বাধ্য হয়ে ২০ জুন পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ২৯৬/২৩ নং ১৪৪ ধারা মামলা করেছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য ওসি পাইকগাছা থানাকে পাঠানো হয়েছে। এএসআই পলাশ আহম্মেদ ওসির আদেশ প্রাপ্ত হয়ে রোববার সকালে সরজমিনে তদন্ত করেছেন। এব্যাপারে আয়ুব আলী জানান,আমরা অন্যায় ভাবে কাউকে কিছু বলছিনা। আমাদের কথা কাগজ যার জমি তার। মোস্তাক ও আকবর জানায়,আমরা কবলা দলিলমুলে জমি কিনে ভোগ দখলে আছি।তারা পেশি শক্তি খাটিয়ে আমাদের বিতাড়িত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here