
জাহিদ,মনিরামপুর(পৌর)প্রতিনিধিঃ– যশোর মনিরামপুর ১৩ নং খানপুর ইউনিয়ন পরিষদে অসহায়-দুস্থদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরন কার্যক্রম শুরু হয়েছে। ২৫/০৬/২০২৩ তারিখ রবিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সুষ্টু এবং সুন্দর ভাবে বিনামূল্যে ভি জি এফ এর চাউল বিতরন করা হয়েছে।১৩নং খানপুর ইউনিয়নের সন্মানিত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম প্রথমে নিজ হাতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাউল বিতরন করে দিনের কার্যক্রম শুরু করেন।চাউল বিতরনের সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সচিব সার্বক্ষণিক তদারকি করেন যেনো সবাই ১০কেজি করে ঠিকমত চাউল পায়। ১৩নং খানপুর ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে ১৯৯৭(এক হাজার নয়শত সাতানব্বই) জনের মধ্যে জন প্রতি ১০ কেজি করে চাউল বিতরন করা হবে। একই ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের মিতু আক্তার এবং গোপালপুর গ্রামের ওহাব বলেন গতবারের থেকে এবার সুষ্ঠু ভাবে ১০কেজি করে বিনামূল্যে চাউল পেয়েছি।অনেক জায়গাতে শুনেছি বিভিন্ন অজুহাত দেখিয়ে চাউল ১০কেজির কম দেয়।কিন্তু আমাদের সিরাজ চেয়ারম্যান সঠিক ভাবে ১০কেজি করে চাউল দিচ্ছে।আর এবার চাউলের মান ও খুব ভালো।চাউল বিতরনে সময় উপস্হিত ছিলেন ১৩নং খানপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব মিলন কুমার মল্লিক, ডিজিটাল উদ্যোক্তা মোঃ বাহারুল ইসলাম, ওয়ার্ড মেম্বার সন্জয়, আতাউর,মশিয়ার সহ সকল ওয়ার্ডের মেম্বার গন তাছাড়া গ্রাম পুলিশ আজহার,মাসুদ সহ আরও অনেকে।