পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা অনুপ মন্ডল (২৬) নামে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে। ২৬ জুন সোমবার ভোরে উপজেলার দেলুটি ইউপি’র ফুলবাড়ী গ্রামে বাড়ীর অদুরে পরিত্যক্ত ভিটায় অনুপের গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । নিহত যুবক
ফুলবাড়ি’র অনুকূল মন্ডলের ছোট ছেলে এবং ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। খবর পেয়ে এএসপি ( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ও ওসি মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিক সুত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে ফুলবাড়ী বাজারে অনুপম মন্ডলের মুদি দোকান আছে। রবিবার রাতে সে বাড়িতে ফেরেনি বলে তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তার সন্ধ্যান পাওয়া যায়নি । পরদিন সোমবার ভোরে বাড়ী পাশে বেড়ে তার গলাকাটা লাশ দেখে প্রতিবেশরী পুলিশকে খবর দেয়। তবে কেন, কি কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটলো তা উদ্ধারের জন্য পুলিশী তদন্ত শুরু হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, নিহতের সুরোতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের পিছনে কি কারন থাকতে পারে তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই সবকিছু পরিস্কার হওয়া যাবে বলে তিনি এ প্রতিনিধিকে জানান।















