মেধাবী ছাত্র যুবায়ের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই

0
169

ভ্রাম্যমান প্রতিনিধি : মেধা কখনো লুকিয়ে রাখা যায় না। তা একদিন না একদিন বিকশিত হবেই। তেমনি মণিরামপুর পৌরসভার হাকোবা গ্রামের এক মেধাবী ছাত্র যুবায়ের হোসেন। সে ২০২০ সালে মণিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি পরীক্ষায় গোল্ডেন অ+ পেয়ে সাফল্যতা অর্জনসহ যশোর শিক্ষা বোর্ডে মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করে। ২০২২ সালে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ নটরডেম কলেজ থেকে এইচ,এস,সি পরীক্ষায়ও গোল্ডেন অ+ পেয়ে সাফল্যতা অর্জনসহ ঢাকা শিক্ষা বোর্ডে ৩০তম মেধা স্থান অধিকার করে। এইচ,এস,সি পাশের পর যুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর, মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় থাকে। মেডিকেলে ভর্তি হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ পরীক্ষায় ৮২তম মেধা তালিকা স্থান অধিকার করে। প্রতিটি বিদ্যাপীঠে মেধা তালিকায় স্থান অধিকার করেও সে উচ্চ শিক্ষা স্বপ্ন দেখে বুয়েটে। যে কারণে ও.ট.ঞ তে চান্স পেয়েও তার স্বপ্ন টানে বুয়েটে। এতোগুলো সাফলতার পরও আল্লাহ তার স্বপ্ন পুরণে সুযোগ করে দিয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে। সে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ৬০৩ তম স্থান অধিকার করেছে। একের পর এক এ সাফলতার আবেগ যুবায়ের ধরে রাখতে না পেরে কয়েকদিন আগে তার ফেসবুক স্ট্যার্টাসে লিখেছে “আল্লাহ না চাইতে আমাকে অনেক কিছু দিয়েছে, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে সে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।” যুবায়ের জানিয়েছে আগামী ১৪ জুলাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ভর্তি হবে। সে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে দেশের কল্যাণে কাজ করার আশা ব্যক্ত করেছে। লেখা পড়ার বিষয় জানতে চাইলে সে বলে, প্রতিদিন ৫/৬ ঘন্টা পাঠ্য বই পড়ার পাশাপাশি ১/২ ঘন্টা সাধারণ জ্ঞান চর্চাসহ ফুটবল, ক্রিকেট খেলায় মেতে থাকে। যুবায়ের খেলা ধুলায় অনেকগুলো ট্রফি অর্জনও করেছে।
মেধাবী ছাত্র যুবায়ের হোসেন যশোর জেলার মণিরামপুর উপজেলার গর্ব। সে মণিরামপুর পৌরসভার হাকোবা গ্রামের শিক্ষক দম্পত্তি শফিকুল ইসলাম ও রেশমা সুলতানার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড়। তার বাবা, মাও ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কণ্যাণে কাজ করা জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here