অভয়নগরে প্রতিবন্ধী অন্তঃসত্তা ॥ ধর্ষক পলাতক

0
395

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে লম্পট নজরুলের লালসার শিকার হয়ে এক প্রতিবন্ধী অন্তঃসত্তা হয়েছে। এ ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। তার পরিবারের দাবী নজরুল ষড়যন্ত্রের শিকার। উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পাকেরগাতী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগি পরিবার জানায়, উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পাকেরগাতী গ্রামের মৃত হোসেন মোল্যার ছেলে নজরুল মোল্যা (৫৫) একজন ধর্ষক। সে আমার প্রতিবেশী। সে সুবাদে নজরুল মোল্যার আমাদের বাড়ীতে ছিলো অবাধ যাতায়াত। আমার মেয়েকে প্রায় বাড়ীতে একা রেখে যেতাম। এ সুযোগে আমার মেয়েকে এক পেয়ে সে প্রায় ধর্ষণ করতো। এক পর্য়ায়ে আমার মেয়ে ৫ মাসের অন্তঃসত্তা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। সে আমার মেয়েকে বিয়ের আশ^াস দিয়ে তাকে নিয়ে নওয়াপাড়া শহরে নিয়ে গিয়ে একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবৈধভাবে গর্ভপাত ঘটায়। আমার মেয়ে হাসপাতালে অসুস্থ্য হয়ে পড়লে তাকে চিকিৎসা করে বাড়ীতে নিয়ে আসি। এ ঘটনার পর থেকে লম্পট নজরুল আমাদের পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। পরে গ্রামের স্থানীয় ইউপি সদস্য কে বিষয়টি জানানো হয়। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ওহিরুল ইসলাম জানান, নজরুল মোল্যার বিরুদ্ধে এ রকম অনেক অভিযোগ আছে। তার বিচারের দাবীতে এলাবাসী ফুসে উঠেছে। এর পর থেকে নজরুল মোল্যা পালাতক আছে।
এ ব্যাপারে প্রতিবন্ধী কিশোরী জানান, আমার ইচ্ছার বিরুদ্ধে প্রতিনিয়ত আমাকে ধর্ষণ করতো। আমি রাজি না হলে সে আমাকে মেরে ফেলার হুমকি দেখাতো। আমি নজরুলের বিচারের দাবি করছি। নজরুল মোল্যাকে না পেয়ে তার স্ত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার স্বামী নির্দোষ। এবং সে ষড়য়ন্ত্রের শিকার।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, এই সংক্রান্ত কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here