বেনাপোল পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে ইসির মতবিনিময়

0
181
জসিম উদ্দিন, শার্শা : বেনাপোল পৌরসভা সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন মাননীয় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব:)। মঙ্গলবার (২৭ জুন) বেলা ১২ টার সময় যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিস ও শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা প্রশাসক জনাব মো. তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে এসময় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব:)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর পুলিশ সুপার বিপিএম (বার) পিপিএম প্রলয় কুমার জোয়ারদার, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মো. হুমায়ুন কবীর, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ফারজানা ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here