ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ার তেলিগাতি নদীতে আবারও কুমির দেখা গেছে। এতে একদিকে উৎসুক জনতার মাঝে উৎফুল্ল দেখা দিয়েছে, অন্যদিকে মানুষের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নদীর চর এলাকায় বসবাসকারীদের ভয় কুমিরের হামলায় কখন না জানি, বড় ধরনের দূর্ঘটনা ঘটে যায়।
ডুমুরিয়া উপজেলার শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য জানায়, কুমিরটি বৃষ্টির সময় রোববার সকাল ১০ টা ও সন্ধ্যার দিকে শোভনা ইউনিয়নের তেলিগাতী নদীর বাগচড়া কালিমন্দির ও জিয়েলতলা দূর্গা মন্দির এলাকায় চরে উঠতে দেখা যায়। সোমবার সকাল ও বিকেলে একই এরাকায় নদীতে ভাসতে দেখা যায়। উল্লেখ্য গত ২০২২ সালের জুলাই মাসে এই নদীতে কয়েকটি কুমির ভাসতে দেখা যায়। এর প্রায় ১ বছর পর আবারও একই নদীতে কুমির ভাসতে দেখা গেলো।















