বাকিতে মাদক কেনাবেঁচা নিয়ে প্রথমে হাতাহাতি পরে বাড়িঘরে হামলা আসবপত্র ও মোটরসাইকেল ভাংঙ্চুর, গুরুত্বর সহ আহত অন্তত তিন

0
153

রাসেল মাহমুদ : বাকিতে মাদক কেনাবেঁচা নিয়ে প্রথমে হাতাহাতি পরে বাড়িঘরে হামলা আসবপত্র ও মোটরসাইকেল ভাংঙ্চুর, গুরুত্বর সহ আহত অন্তত তিন। স্থানীয়রা জানায়, গত রোববার তার আনুমানিক সাড়ে আটটার দিকে শাখারীগাতী উত্তরপাড়ার আমিন উদ্দীনের চা-দোকানের সামনে লোকমান হোসেনের ছেলে রাসেল (গাঁজাক্রেতা) ও শাখারীগাতী গ্রামের খালেক এর ছেলে মুস্তাকিন (গাঁজা ব্যবসায়ী) বাকি চাওয়া নিয়ে দু’জনের মধ্য তর্কাতর্কি ও হাতাহাতির সৃষ্টি হয়। স্থানীয় ও রাসেলের বড় ভাই রাজু সেখানে উপস্থিত হয়ে দু’জন কে দুটো চড়মেরে বিষয়টি ততক্ষনাৎ নিস্পত্তী করে ছোট ভাই রাসেল’কে নিয়ে বাড়ি চলে যায়। এর ঘন্টা দুয়েক পরে অর্থাৎ ওইদিন রাত ১১টার সময় শাখারীগাতী গ্রামের দক্ষিনপাড়ার আলাউদ্দীনের ছেলে অপু ও তপু, ও একই এলাকার আমানউল্লাহ ছেলে অপু ও তপু’র নেতৃত্বে ৫-৬টি মোটরসাইকেল যোগে আরও অন্তত ১৫-১৬ জন লোক রাজু ও রাসেলকে খুঁজতে তাদের বাড়িতে প্রবেশ করে। এসময় রাসেলের মা জানতে চাই কি হয়েছে বা তোমরা কারা। এক পর্যায়ে বাড়ির মধ্যে হট্টোগোল দেখে পাশের ঘরের (রাসেলের চাচাতো ভাই) সেলিম মোল্যার ছেলে বিপ্লব ও তার পিতা লোকমান হোসেন এগিয়ে আসলে তাদের উপর বার্মিজচাকু, হাসুয়া, রামদা দিয়ে অর্তকিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় ঘরের আসবাবপত্র ও একটি নতুন পালসার ডাবল ডিস্ক এর মোটরসাইকেল ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে চলে যায় হামলাকারিরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়। এসময় হামলাকারীরা ঘটনাস্থলে একটি বার্মিজ চাকু ও একটি হাসুয়া ফেলে রেখে যায়। তবে এঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কেস হয়নি বলে নিশ্চিত করেছেন লোকমান হোসেনের ছেলে রাজু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here