অভয়নগরে চিহ্নিত মাদক বয়বসায়ীকে ইয়াবাসহ আটক 

0
164
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে চিহ্নিত মাদক বয়বসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার নওয়াপাড়া বউবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে থানার পুলিশ।
আটককৃত মোহাম্মাদ আলী (৩২) উপজেলার নওয়াপাড়া বাজারের ড্রাইভারপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুজ্জামান ও এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে নওয়াপাড়া বউ বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃত মোহাম্মাদ আলীর দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায়, মোহাম্মাদ আলীর বিরুদ্ধে মাদক মামলাসহ মোট ১৪ টি মামলা রয়েছে। দুপুরে ২০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here