মাহমুদ হাসান রনি দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদায় লজিস্টিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় দর্শনাকে ৬ রানে হারিয়ে দামুড়হুদা চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়নের সভাপতি একলাস উদ্দিনের সভাপতিত্বে এম আর লজিস্টিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।খেলায় দামুড়হুদা মর্নিং স্টার ক্লাব টসে জিতে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৬০ রান সংগ্রহ করে। জবাবে দর্শনা ক্রিকেট একাদশ নির্ধারিত ১০ ওভারে ৫৪ রান করে অলআউট হয়ে গেলে মর্নিং স্টার ক্লাব ৬ রানে জয় লাভ করে।খেলা শেষে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সোহেল আকরাম,বিসিবির কোচ জিহাদ ই জুলফিকার টুটুল,সাবেক কোচ সরোয়ার হোসেন মধু,দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ নুরনবী, যুগ্নসম্পাদক সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি,সাংবাদিক হাতেম আলী, এমরাজ উদ্দিন খোকন প্রমুখ।















