বার বাজার ( ঝিনাইদহ) : বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও
শান্তিপূর্ণ সমাবেশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন
আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। (সোম বার ৩ই জুলাই) বিকালে হাই স্কুল মাঠ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের যাএী ছাওনির সামনে
এসে মিছিলটির সমাপ্তি হয়।
এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাএী ছাওনির সামনে শান্তিপূর্ণ সমাবেশ
করে।ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন যুগ্ম সাধারন সম্পাদক মুক্তার হোসেনের
সভাপতিত্বে ও মুক্তি যুদ্ধা সন্তান সংসদের উপজেলা সভাপতি গাজী জাহাঙ্গীর
আলম বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক সোহেল হোসেন মুক্তি উপজেলা যুব লীগ নেতা আহসান হাবিব
ইউনিয়ন যুব লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ইউনিয়ন আওয়ামী সেচচা
সেবক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শিপন মৃধা
সাবেক ছাএলীগ নেতা শাহাজাহান হোসেন এছাড়া উপ্সতিত ছিলেন সাবেক চেয়ার
ম্যান জয়নাল আবেদীন মোশারফ হোসেন মোশা রিংকু আরিফ মানিক আসিব পটল
শাখাওয়াদ হোসেন নয়ন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচীর নামে রাজপথে সন্ত্রাস-নৈরাজ্য
করলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।















