চুয়াডাঙ্গায় ক্যাডার সার্ভিসের মাঠ পর্যায়ের প্রশিক্ষণার্থীরা সমীক্ষা কার্যক্রম

0
284
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ঃচুয়াডাঙ্গায় ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ক্যাডার সার্ভিসের মাঠ পর্যায়ের প্রশিক্ষণার্থীরা সমীক্ষা কার্যক্রমে অংশ গ্রহন করেন।
বুধবার বেলা ১১টায় বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকায় চলমান ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মনোনীত প্রশিক্ষণার্থীগণ চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হন। এসময় ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাডার সার্ভিসের ৯ জন বিসিএস কর্মকর্তাকে পুলিশ সুপারের কার্যালয়, চুয়াডাঙ্গায় জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।পরে  তাদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন।  এছাড়া চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী ও দার্শনিক স্থানসমূহের সাথে পরিচিতি ও জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা, কার্যক্রম এবং পেশাগত অর্জন নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হয়।
অংশগ্রহণ কারীরা  চুয়াডাঙ্গার বিভিন্ন ঐতিহ্যবাহী ও দার্শনিক স্থানসমূহের সাথে পরিচিত হয়ে চুয়াডাঙ্গা সম্পর্কে জানতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here