ডুমুরিয়ায় ফিল্মি স্টাইলে তান্ডবলীলা চালিয়ে ১জনকে কুপিয়ে জখম,ব্যাপক ভাংচুর 

0
372
ভ্রাম্যমান প্রতিনিধি , ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় ফিল্মি স্টাইলে তান্ডবলীলা চালিয়ে একজনকে কুপিয়ে জখম, বাড়ি নির্মানের জন্য ১০/১২ পিলার (কলাম) ভাংচুর ও ৪ হাত উচু প্রায় ৫শ হাত পাচুলি গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নে রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে ভুক্তভোগী সুত্রে জানা যায় , উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর (শেখপাড়া) গ্রামের নহর আলী শেখের ছেলে আব্দুল হালিম শেখ তার জমিতে বাড়ি নির্মানের জন্য মঙ্গলবার সকালে ১০/১২ টি পিলার তোলে। এসময় কাজ চলমান অবস্থায় প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল লতিফ শেখ , নাইম শেখ , লাবু শেখ , আতিয়ার শেখ , অলিয়ার শেখ , হাবিবুর শেখ , মাহাবুর শেখ , ইকবাল শেখ , আকবর শেখসহ প্রায় শতাধিক ব্যক্তি মঙ্গলবার দুপুর ১২ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা দা দিয়ে আব্দুল হালিম শেখের মাথা ও পায়ের গোড়ালিতে কোপ দিয়ে তাকে গুরুতর জখম করে এবং প্রায় ১ ঘন্টা তান্ডবলীলা চালিয়ে ১০/১২ টি পিলার ও সদ্য করা ৪ হাত উচু প্রায় ৫শ হাত পাচুলি গুড়িয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর জখম অবস্থায় আব্দুল হালিম শেখকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাথা ও পা দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় অবস্থার অবনতি হলে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান তার অবস্থা আশঙ্কাজনক। এরির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here