শহিদুল ইসলাম :বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন সভাপতি শাকিল খান সাজু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্প্রতিবার দুপুরের দিকে বাগআঁচড়া টু বাঁকড়া সড়কের শংকরপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাকিল খান সাজু শংকরপুর গ্রামের শাহিদুলের ছেলে। মারা যাওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন নিহত সাজুর ভাই রাব্বি হোসেন।
তিনি জানান, সাজু বাসা থেকে অসু্স্থ খালুকে দেখতে নায়ড়ায় যাচ্ছিলো পথিমধ্যে শংকরপুরে ভাটার সামনে পৌছালে দুর্ঘটনার শিকার হয় সাজু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।পরে সাজুর অবস্থার অবউন্নতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন সেখানকার কর্মরত চিকিৎসক।ঢাকায় নেওয়ার পথে নড়াইল পৌছালে সাজু মারা যায়।















