মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিনিয়র শিক্ষক মোহা. আছাদুজ্জামানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯ টার সময় নিজ বাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। আছাদুজ্জামান মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক এবং উপজেলা সদরের কানাইনগর গ্রামের মৃত্যু আব্দুর রহমান মস্টারের বড় ছেলে।পরিবার সুত্রে জনা যায়, বৃহস্পতিবার সকালে রাইস কোকারের মাধ্যমে রান্না করার সময় বোর্ডটি পুড়ে যায়। পরে বিদ্যুতের মেইন সুইস বন্ধ করে পুড়ে যাওয়া বোর্ডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে বড় ছেলে হামিম ছুটে এসে বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।আছাদুজ্জামানের বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুনগ্রাহি রেখে গেছেন। সহকর্মীর মৃত্যুতে মাদ্রাসা পরিচালনা পর্যেদর সভাপতি আশিকুর রহমান পাভেল, সুপার মোঃ ওহিদুজ্জামান, সহ-সুপার মোশারেফ হোসেন, প্রাক্তন সভাপতি জিয়াউল হক বাচ্চু এবং মাদ্রাসা পরিবারসহ উপজেলা শিক্ষক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।















