যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সভাপতিসহ তিনজন নিহত

0
166

স্টাফ রিপোর্টার : যশোরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বৃহস্পতিবার ভোরে যশোরের মণিরামপুর উপজেলার বাকোসপোল ও পিয়ারাতলা এলাকায় এবং দুপুরে ঝিকরগাছায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, মনিরামপুর উপজেলার হাকোবা গ্রামের সোলায়মান আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০), মেহেরপুরের রাজাপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে বিজয় (৩০) ও ঝিকরগাছার শংকরপুর গ্রামের শাহিদুলের ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন সভাপতি সাজু খান । নিহত সাজুর ভাই রাব্বি জানান, সাজু দুপুরের দিকে অস্স্থু খালুকে দেখতে নায়ড়ায় যাচ্ছিলো পথিমধ্যে শংকরপুরে ভাটার সামনে পৌছালে দুর্ঘটনার শিকার হয় । গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাজুর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন সেখানকার কর্মরত চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে নড়াইল পৌছালে সাজু মারা যায়। মণিরামপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জাহাঙ্গীর হোসেন তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। বাকোসপোল নামকস্থানে পৌঁছালে দ্রুতগামী মাইক্রোবাস ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয় । স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সার্জারি ওয়ার্ডে নেয়ার কিছু সময় পর তিনি মারা যান।
এছাড়া চালক ঘুমিয়ে থাকার সময় হেলপার প্লাস্টিকের পাইপবোঝাই একটি ট্রাক চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি চালের মিলের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে নিহত হয় বিজয় হোসেন । এঘটনায় আহত হয়েছে ট্রাকের ভেতরে থাকা হৃদয় শেখ ও জাহিদুল ইসলাম। মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। যশোর-চুকনগর সড়কের মণিরামপুর পেয়ারাতলা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি, পেয়ারাতলা মোড়ের ব্যাপারী রাইস মিলের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকটির একাংশ কেটে নিহতর লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। নিহত বিজয় হোসেন মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। জানাগেছে- ট্রাকটির চালক হৃদয় শেখ, হেলপার বিজয়কে নিজের আসনে বসিয়ে ভেতরে ঘুমাচ্ছিলেন। আর হেলপার ট্রাকটি চালাচ্ছিলেন। উল্লেখিত স্থানে পৌছালে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানান ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা। ট্রাকে থাকা হৃদয় শেখ ও জাহিদুল আহত হয় । তারা যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here