ঝিকরগাছায় মাদার মাশরুম সেন্টার পরিদর্শনে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের পরিদর্শক দল

0
187
 শহিদুল ইসলাম : যশোরের ঝিকরগাছায় মাদার মাশরুম সেন্টার পরিদর্শন করলেন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের একটি পরিদর্শক দল। রোববার (৯ জুলাই) বিকালে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের উপপরিচালক ড.ফেরদৌস আহম্মেদ এর নেতৃত্বে একটি পরিদর্শক দল উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়িয়ায় মাদার মাশরুম সেন্টার পরিদর্শন করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যামে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাস করণ প্রকল্প পরিচাকলক ড.আক্তার জাহান কাকন,পালবাড়ি যশোরের হটিকালচার সেন্টারের উপপরিচালক দীপংকর দাশ, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যামে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাস করণ প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মনিরুজ্জামান,ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ,উপ-সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল।
উল্লেখ্য, ঝিকরগাছার কুলবাড়ীয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে ইমাদুল হক। ব্যাবসায়ীক জীবনে তিনি ও তার স্ত্রী টেলিভিশনে মাসরুম চাষ ও তার উপকার সম্পর্ক দেখে বিভিন্ন মাধ্যমে মাশরুম নিয়ে গবেষণা শুরু করেন। এর পর ইউটিউব দেখে তিনি মাসরুম চাষ,বীজ উৎপাদন,বাজার এবং রক্ষণাবেক্ষণের ধারণা নেন।পরে তিনি মাশরুম চাষে সফল হন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের পরিদর্শক দল তার মাশরুমের খামার পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here