বাঘারপাড়া ট্রাকের ধাক্কায় যুবক নিহত 

0
221
 আজম খান, বাঘারপাড়া (যশোর)  :  যশোরের বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় মুন্না হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  রবিবারে ট্রাকের ধাক্কায় নিহত মুন্না হোসেন বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের বহরমপুর গ্রামের আরশাদ মোল্যার ছেলে। সে একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেলযোগে চাড়াভিটা তেলপাম্প থেকে তেল নিয়ে বাঘারপাড়ায় ফিরছিলেন মুন্না। এ সময় বোলদেঘাটা সাখাওয়াত মেম্বরের বাড়ির সামনে পৌঁছালে মোড় ঘোরার সময় বিপরিত দিক থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হয়েছেল মোটরসাইকেল আরোহী একই গ্রামের গোলাম ছরোয়ারের ছেলে বদিউজ্জামান। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক (আরএমও) ডাক্তার খায়রুল্লা আল মুদাচ্ছির জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্য হয়েছে। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। যা ইসিজি করে নিশ্চিত হওয়া গেছে।
বাঘারপাড়া থানা এসআই বেলাল হোসেন জানান, বাসুয়াড়ী ইউনিয়নের রামনগর এলাকা থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। ট্রাক রেখে সে পালিয়ে যায়।
০৯/০৭/২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here