অভয়নগরে বিদ্যুৎ বিল দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল কৃষকের

0
208

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে পল্লী বিদ্যুতের ‘ভৌতিক’ বিদ্যুৎ বিল হাতে পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন খোকন মণ্ডল নামে এক কৃষক। চলতি বছরের মে মাসে ২৩০ টাকা বিল পরিশোধ করলেও জুন মাসে ২ লাখ ৬ হাজার ৯৭৬ টাকার বিদ্যুৎ বিল করা হয়েছে তার নামে। কৃষক খোকন মণ্ডল উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটি গ্রামের নিমাই মণ্ডলের ছেলে।
খোকন মণ্ডল জানান, বাড়ির মিটারে ৪টি বাল্ব, ৪টি টেবিল ফ্যান ও একটি টেলিভিশন ব্যবহার করেন তিনি। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া জোনাল অফিস কর্তৃক তার ওই মিটারে (০০০০৫০৮৫) গত জুন মাসের বিদ্যুতের খরচ ১৫ হাজার ৫০ ইউনিট করা হয়েছে, যার টাকার পরিমাণ ২ লাখ ৬ হাজার ৯৭৬ টাকা। অথচ এর আগে মে মাসে তিনি মাত্র ৪০ ইউনিটের বিল বাবদ ২৩০ টাকা পরিশোধ করেছেন।
তিনি আরো জানান, প্রতি মাসে তিনি ৩৫০ থেকে ৪৫০ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন। কিন্তু জুন মাসের ভৌতিক বিল হাতে পেয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন। সতর্কতার সঙ্গে বিল প্রস্তুত করার আহ্বান করেছেন তিনি।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুৎ বিল প্রস্তুত করার সময় সম্ভবত ভুল হয়েছে। কম্পিউটার অপারেটর এন্ট্রি করতে ভুল করেছে। ভুক্তভোগী গ্রাহক যোগাযোগ করলে বিল সংশোধন করে দেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here