যশোরে শিক্ষকের বহিষ্কার দাবি করে শিক্ষার্থীদের মানববন্ধন

0
180

যশোর অফিস: যশোরে শিক্ষকের বহিষ্কার দাবি করে মানববন্ধন করেছে বিমানবন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহকর্মী নারী শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এসময় তারা বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুজ্জামান ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে সহকর্মী শিক্ষদের সাথে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করে আসছেন। গ্রুপিং করে বিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে চলেছেন। অনেক শিক্ষকের এমপিও হতে বাধা সৃষ্টি করেছেন। তার কারণে অনেকে ভালো শিক্ষক বিদ্যালয় ছাড়তে বাধ্য হয়েছেন। পাশাপাশি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের বাইরে রাজনীতিতে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। সর্বশেষ তিনি সহকারী শিক্ষক তাসলিমা খাতুন, অ্যালভিনা আক্তার ও সহকারী প্রধান শিক্ষক ঝর্না আক্তারকে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি জানার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করে অভিযুক্ত শিক্ষক মোঃ শফিকুজ্জামানের বহিষ্কার দাবি করেন। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here