রূপদিয়ায় এবার গ্রামীন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটে গেলো অমানবিক ঘটনা

0
191

রাসেল মাহমুদ : রূপদিয়ায় এবার গ্রামীন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটে গেলো অমানবিক ঘটনা। রোগীর স্বজনদের দাবী সেজার করতে রাজি না হওয়ায় ক্লিনিক থেকে ক্রাইসিস মোমেন্ট অবস্থায় বের করে দিয়েছে প্রসূতীকে! ক্লিনিকের সিঁড়ির নিচেই সন্তান প্রসব। ডাক্তার বলছে উক্ত রোগীর প্রথম সন্তানও সিজারে তাই নরমাল ডেলিভারীতে জীবনের চরম ঝুঁকি ছিলো। কিন্তু তার স্বজনেরা জোর করেন নরমাল ডেলিভারী করার জন্য। এ কারনে আমরা রিক্সে না যেয়ে এই ক্লিনিক থেকে অন্যত্রে নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম। সেখানে নেয়ার সময় নিচে যেয়ে ডেলিভারী হয়ে গেছে। জানাযায়, গত বুধবার সকাল ৬টার দিকে যশোর সদর উপজেলা রূপদিয়া বাজারের মুনসেফপুর মোড়ে অবস্থিত গ্রামীন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রূপদিয়া খানপাড়ার মৃত- মতিয়ার রহমানের মেয়ে গর্ভবতী পান্না খাতুনকে ভর্তি করা হয়। ওই দিন সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ক্লিনিকের ডাক্তার নূরছালী রোগীকে ইমার্জেন্সি সিজার করতে হবে বলে স্বজনদের বলেন। কিন্তু রোগীর স্বজনরা নরমাল ডেলীভারী করা যায় কিনা একটু চেষ্টা করতে বল্লে ডাক্তার ক্ষিপ্ত হয়ে যায়। এরই মধ্য বাচ্চার মাথা বের হয়ে গেলে তাদের’কে কোনো রুমে না দিয়ে ক্লিনিক থেকে বের করে দেয়া হয়। বাধ্য হয়ে সেখান থেকে ওই অবস্থায় রোগীকে নিয়ে নিচে নামতে নামতে ডেলীভারী হয়ে যায়। এরপরও কেউ এগিয়ে আসেনি। সেখানেই প্রায় আধাঘন্টা অবস্থান করে মা ও সদ্যভূমিষ্ঠ সন্তান। এঘটনা সুনে ঘটনাস্থলে গিয়ে বিদাড়ক এই দৃশ্যটি চোখে পড়ে। মা ও সন্তান দু’জনেই সুস্থ থাকায় সেখান থেকে নিজ বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here