অভয়নগরে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

0
285

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর থানা পুলিশ আকবর আলী নামে ডাকাতি মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে। বসুুন্দিয়া ক্যাম্প পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) মধ্যরাতে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকবর আলী অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের আনোয়ারুল্লাহর ছেলে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া বাজারে অভিযান চালানো হয়। রাত ১১ টার দিকে দীর্ঘদিন পালিয়ে থাকা ডাকাতি মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি আকবর আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করতে সহযোগিতায় করে স্থানীয় বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here