দামুড়হুদায় ৪সন্তান জন্ম নেয়া টিয়ার মৃত্যু,

0
235
মাহসুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধিঃ দামুড়হুদার একসঙ্গে জন্ম নেয়া ৪ বাচ্চার মধ্যে টিয়ার মৃত্যু হয়েছে। দামুড়হুদায় নতিপোতা ইউনিয়নের বিষ্ণুপুর  গ্রামে একসঙ্গে জন্ম নেয়া  মাহাবুলের স্ত্রী কল্পনা তার ৪ সন্তানকে সঙ্গে নিয়ে  ঈদের পরের দিন মায়ের বাড়ি আলমডাঙ্গা বেড়াতে যায়।বৃহস্পতিবার বিকালে ঠান্ডাজনিত কারনে ছোট মেয়ে টিয়া অসুস্থ্য হয়ে পড়লে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেযার পথে তার মৃত্যু হয়।সন্ধ্যায় মরদেহ দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামে নিয়ে আসে।পড়ে রাতে তাকে নিজ গ্রামে দাফন করা হয়।  উল্লেখ্য গত ১০ মে বিকালে চুয়াডাঙ্গার একটি বেসরকারী হাসপাতালে এক সঙ্গে ৪ টি মেয়ে বাচ্চার জন্ম দেয়।পরে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম খান দেখতে যেয়ে দোয়েল,কোয়েল,ময়না টিয়া নাম রাখেন।এদিকে তার মৃত্যুর খবর শুনে ৪ কন্যার নাম রাখা সম্প্রতি ঢাকা সচিবালয়ে বদলী হওয়া হওয়া জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান  শোক জানিয়েছেন। তিনি জানান টিয়ার মৃত্যুর খবর শুনে  আমি মর্মামত হয়েছি।এলাকায় থাকলে অবশ্যই ছুটে যেতাম।দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাও শোক জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here