মনিরামপুরের হরিহরনগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয়

0
199
আনিছুর রহমান:- যশোরের মনিরামপুরের হরিহরনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীককে হারিয়ে ১ হাজার ৪৯ ভোট বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক বিশ্বাস বিজয়ী হয়েছেন। তিনি চশমা প্রতীকে ৫ হাজার ৯৬১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম নৌকা প্রতীকে ৪ হাজার ৯১২ ভোট পেয়েছেন।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া চেয়ারম্যান পদে নির্বাচনে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী ফরিদ উদ্দিন পেয়েছেন ২ হাজার ৬৭২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে প্রেয়েছেন ১ হাজার ৫৩০ ভোট।
আব্দুর রাজ্জাক বিশ্বাস হরিহরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় তিনি বহিষ্কৃত হয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
আজ সোমবার সকাল ৮ টা থেকে ইভিএমে হরিহরনগর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হয়। যান্ত্রিক ত্রুটি থাকায় ও ভোটারদের কাছে পরিচিত না হওয়ায় ইভিএমে ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে ভোটারদের।
রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২১ হাজার ২২৬ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ১১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। শুরুর দিকে ইভিএমে কিছুটা সমস্যা ছিল। পরে সেটা ঠিক হয়ে গেছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here