যশোরে আয়োজিত হলো ইংরেজি ভাষা শিখন কার্যক্রম এর উপর তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী

0
189
আইডিয়া স্পোকেন- দ্যা গেইম মেথড এর আয়োজনে যশোর জেলা স্কুল, যশোরে আয়োজিত হলো ইংরেজি ভাষা শিখন কার্যক্রম এর উপর তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান।
স্মার্ট যশোর ফর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে যশোরের স্বনামধন্য দশটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলতে খেলতে ইংরেজি শিখন কার্যক্রম শুরু করেছে ‘আইডিয়া স্পোকেন- দ্য গেইম মেথড’। এই যাত্রার পূর্বে ১৬ জুলাই, ২০২৩ থেকে ১৮ জুলাই, ২০২৩ – তিনদিনের অনুষ্ঠিতব্য ওয়ার্কশপে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান দের নিয়ে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম শুরু করছে আইডিয়া স্পোকেন। এরই ধারাবাহিকতায় ১৮ জুলাই, ২০২৩ – তৃতীয় এবং শেষ দিনে যশোর মাইকেল মধুসূদন কলেজ যশোর এর অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার জেলা প্রশাসক জনাব মো. তমিজুল ইসলাম খান। তিনি বলেন, “ইংরেজির ভয় আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি দেখা যায়। অনেক শিক্ষার্থী লিখতে পারলেও বলতে ভয় পায়। কিন্তু আইডিয়া স্পোকেন এর গেইম মেথড সকল বয়সের সব শিক্ষার্থীর জন্য ইংরেজি শেখার এক অভিনব মাধ্যম। আমি অত্যন্ত খুশি যশোর খুব দ্রুত রোল মডেল হতে চলেছে শিক্ষার্থীদের ইংরেজি শিখন কার্যক্রম এর। আমি অভিবাদন জানাই আইডিয়া স্পোকেন এর সম্পূর্ণ টীম কে, এই মহতী উদ্যোগের জন্য।” অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মর্জিনা আক্তার (অধ্যক্ষ, যশোর মাইকেল মধুসূদন কলেজ, যশোর) বলেন, “হামিদুল এর শিক্ষার্থী বান্ধব সকল কর্মকান্ড কে আমি সাধুবাদ জানায়। এমন মহতী কর্মকান্ডের সমাপনী অনুষ্ঠানে থাকতে পেরে আমার অনেক ভালো লাগছে। নি:সন্দেহে এর মাধ্যমে উপকৃত হতে যাচ্ছে বহু শিক্ষার্থী।
 আইডিয়া স্পোকেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. হামিদুল হক অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন করার মধ্যে দিয়ে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি ভিত্তির একটি হলো স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেন করে গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি প্রয়োজন ইংরেজি ভাষায় দক্ষ করে তোলা। শিক্ষার্থীদের খেলার ছলে ইংরেজি শেখানোর জন্যই আমাদের এই মেথড। বর্তমানে যশোরের দশটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চারমাস ব্যাপী বিনামূল্যে এই কোর্সের মধ্য দিয়ে ১০০০ জন শিক্ষার্থীকে আগামী ডিসেম্বরের মধ্যে ইংরেজি তে পারদর্শী করে তোলার প্রকল্প নিয়েছি।”
অনুষ্ঠানের সম্মানিত অতিথি যশোর জিলা স্কুল যশোর এর অধ্যক্ষ – শোয়াইব হোসেন বলেন, “বাংলা ভাষা শেখা যেমন আত্মার জন্য প্রয়োজন, ইংরেজি ভাষা প্রয়োজন জীবন চালানোর জন্য। হামিদুল হক ও তাঁর বাহীনির এই পরিশ্রমকে আমি সাধুবাদ জানাই! আমি অত্যন্ত খুশি এমন মহতী উদ্যোগে আজ উপস্থিত হতে পেরে।”
শেষ দিনের ওয়ার্কশপে অংশ নেয় যশোর জিলা স্কুল, যশোর, বাদশাহ ফয়সাল ইসলামিক ইনস্টিটিউট, যশোর এবং যশোর নবকিশলয় স্কুল এর প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি এবং প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। আইডিয়া স্পোকেন এর কোর্ডিনেটর নাবিলা সুলতানা জানান, “গত ১০ জুন, ২০২৩; জেলা প্রশাসক মহোদয় এর উপস্থিতি তে, যশোরের স্বনামধন্য দশটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ইএসএল।সামিট করে আইডিয়া স্পোকেন। সেখানে সামিট ডিকলারেশন-২০২৩ এর মধ্য দিয়ে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আগামী চারমাস আইডিয়া স্পোকেন এর মাধ্যমে খেলার ছলে ইংরেজি শিখে তারা অনর্গল ইংরেজি ভাষায় কথা বলার সক্ষমতা অর্জন করবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here