যশোরে বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার 

0
161
শহিদ জয়,যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে তিন কেজি ৪শত ৯৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ২১ বিজিবি খুলনা।
খুলনার ২১ বিজিবির একটি টিম বেনাপোল সীমান্তে দায়িত্ব পালনকালে তাড়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় পাচারকারি আটক হয়নি বলে বিজিবি জানিয়েছে। আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।
আজ মঙ্গলবার ভোরে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা ২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর রহমান।
 বিজিবি কর্মকর্তা জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় বিজিবির একটি টহলদল অবস্থান নেয়।এ সময় একটি মোটরসাইকেলে সন্দেহভাজন দুইজনকে আসতে দেখে বিজিবির টহলদল থামার নির্দেশ দিলে তারা কৌশলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে মোটরসাইকেল তল্লাশি করে একটি গামছায় মোড়ানো অবস্থায় ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়।যার ওজন তিন কেজি ৪৯৮ গ্রাম এবং বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানান বিজিবির কর্মকর্তা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here