আজম খান, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিতে ও ভয়াবহ মাদক থেকে দূরে রাখার উদ্দেশ্যে ফুটবল ও জার্সি বিতরণ করেছেন যশোর-৪ আসনে (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী (গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব) গুনগতমানের শিক্ষাব্যবস্থার প্রবর্তক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
বৃহস্পতিবার সকালে পৌরসভার ভিশন রেসিডেন্সিয়াল হাই স্কুলের শিক্ষক-অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন। স্কুলটির পরিচালক প্রভাষক হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সন্তোষ কুমার বলেন,‘শুধু লেখাপড়া করে একাডেমিক জ্ঞান অর্জন করলেই চলবে না। নৈতিক শিক্ষা, কারিগরি দক্ষতা, সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা চর্চার পাশাপাশি শরিরচর্চাও অব্যাহত রাখতে হবে।
তিনি এসময় বলেন, খেলাধূলায় নিয়োজিত থাকলে মাদক থেকে দুরে থাকা যাবে। শিশুমন অনৈতিক কাজের কথা ভাবার সময় পাবে না’। নিয়মানুবর্তিতার উপরও এসময় জোর দেন এ বীর মুক্তিযোদ্ধা। তিনি সমাবেশে তারুণ্যের শক্তি এবং উপস্থিত সকলের শক্তিকে বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে রূপান্তরিত করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবদেরও সন্তানদের দিকে সব সময় নজর রাখার আহ্বান জানান। এদিন অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।















