বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রাম থেকে ১৩ জন গ্রেফতার পরোয়ানা ভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। শুক্রবার ভোর থেকে বেলা ১২ পর্যন্ত থানার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে এসব আমামিদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় তিন বোতল মদ ও উদ্ধার করা হয়।
আসামিরা হলোঃ ১। মোঃ ফারুক হোসেন (২৯) ২। মোঃ মিন্টু মিয়া (৩৫) ৩। মোঃ জাহিদুল ইসলাম,(২৮), ৪। মোঃ মিজানুর রহমান(৩০) ,৫। মোঃ হাসান (৩০) ৬। মোঃ নাসরুল ইসলাম (৩৩) ৭। মোঃ রিপন, (২৫) ৮। জাহিদুর জাহিদুল ইসলাম (২৯) ৯। মোঃ টটুল শেখ (৩২), ১০। মোঃ সাইদুল ইসলাম (৪০) ১১। মোঃ আব্দুল করিম (৫২), ১২। মোঃ সুমন হোসেন (২৪), সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা যশোর।এছাড়া নাহিদ হাসান (২০) পিং ওমর লাইচ সাং- কৃষ্ণ, নগর- থানা ঝিকরগাছা কে ৩ বোতল মদসহ আটক করা হয়।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুইয়া বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের বিভিন্ন গ্রাম থেকে আটক করা হয়। এদের যশোর আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।















