সমাবেশ থেকে বাড়িতে ফেরার পথে যুবলীগ কর্মী হামলায় নিহত

0
176
মোঃ বাবলু মল্লিক, কালিয়া( নড়াইল) প্রতিনিধিঃ খুলনা বিভাগীয় ‘তারুণ্যেরন জয়যাত্রা’ সমাবেশ থেকে বাড়িতে ফেরার পথে নড়াইল জেলার কালিয়া উপজেলায় আজাদ শেখ (৩২) নামে এক যুবলীগ কর্মী উপর হামলার করে হামলায় যুবলীগ নিহত হয়েছেন।
উপজেলার পেড়লী গ্রামের মোহসিন চৌরাস্তায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত আজাদ শেখ পেড়লী গ্রামের সালাম শেখের ছেলে ও পেড়লী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ শেখের বড় ভাই।
আজাদ যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেড়লী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পেড়লী গ্রামের আনিসুল ইসলাম বাবু শেখ ও শহীদুল ভূঁইয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। শেখদের নেতৃত্ব দেন বাবু শেখ এবং ওই গ্রামের মোল্লা ও ভূঁইয়াদের নেতৃত্ব দেন শহীদুল ভূঁইয়া।
এর ধারাবাহিকতায়,
বৃহস্পতিবার সন্ধ্যার সমাবেশ থেকে বাড়িতে ফেরার পথে আজাদ শেখের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করেন প্রতিপক্ষের লোকজন।
এসময় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় তাকে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আনুমানিক রাত ৯টার সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবলীগ কর্মী আজাদ শেখ সাবেক চেয়ারম্যান বাবু শেখের সমর্থিত কর্মী ছিলেম।
এবিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন শুক্রবার ঘটনা স্থান পরিদর্শন করে বলেন,
আজাদ শেখের উপর হামলার  ঘটনা জানতে পেরে তক্ষুনি  পুলিশের একাধিক টিম পেড়লীতে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। তবে কেউ এ ঘটনাকে পুঁজি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও শক্ত অবস্থানে যাবে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here