আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার – প্রতিমন্ত্রী স্বপন ভট্রটাচার্য‍্য

0
181

আনিছুর রহমান: বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। জাতীকে উন্নতির শিখরে পৌছাতে হলে উন্নত মানের শিক্ষার প্রয়োজন। আর এই উন্নত মানের শিক্ষা ব‍্যবস্থা অব‍্যহত রাখতে প্রতিষ্ঠানে ভালো অবকঠামোর প্রয়োজন। তাই আওয়ামীলীগ সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমি ভবনসহ সকল শিক্ষা উপকরণ দিয়েই চলেছে। শনিবার  বিকেলে মণিরামপুর উপজেলার ঝাঁপা বালিকা দাখিল মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভিত বিশিষ্ঠ একতলা একাডেমী ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য‍্য(এমপি) এসব কথা বলেন।২২ জুলাই শনিবার বিকেলে অত্র মাদ্রাসার সভাপতি ও ইউপি সদস‍্য মিজানুর রহমানের সভাপতিত্বে ও ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাষ্টার কামাল হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক মিজানুর রহমান। আরো উপস্থিত থেকে বক্তব‍্য প্রদান করেন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা এ‍্যাড: বশির আহমেদ, রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম,অত্র মাদ্রাসার সুপার মাওলানা শওকত আলী, মাষ্টার ইজ্জেত আলী, ঝাঁপা ইউনিয়ন আ, লীগের সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক আকবার আলী, যুবলীগের সভাপতি সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি শিমুল হোসেন, শফিকুল ইসলাম, ঝাঁপা উত্তরপাড়া মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সাবেক সভাপতি আ,লীগ নেতা আশিকুর রহমান। এদিকে ঝাঁপা গ্রামের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্রে উন্নয়নের জোর দাবী আনতে সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ, ক্লাবের সদস‍্য সহ সকল সংগঠনের সদস‍্যবৃন্দ ও মুক্তিযোদ্ধা ভাসমান সেতুর সভাপতি দিলীপ কুমার, বঙ্গবন্ধু ভাসমান সেতুর সভাপতি আব্দুল জলিল সরদার এর নেতৃত্বে দুই ভাসমান সেতুর সকল সদস‍্যবৃন্দসহ আ,লীগ, যূবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here