আজম খান, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় বজ্রপাতে মো. সবুজ মোল্যা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) বেলা পৌনে ৩ টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আলামিন নামে অপর এক কৃষক আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা।
নিহত সবুজ উত্তর শ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নান মোল্যার ছেলে। আহত আলামিনের বাড়ি পাশ্ববর্তী দোহাকুলা ইউনিয়নের ইন্দ্রা গ্রামে। তার বাবার নাম সমসের মোল্যা।
স্থানীয়রা জানান, বেলা পৌনে ৩ টার দিকে তারা তাদের জমিতে বৃষ্টির মধ্যে ধান রোপন করছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে তারা দুজনই আহত হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয় কয়েকজন কৃষক এসময় তাদেরকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সবুজ মোল্যাকে মৃত ঘোষণা করেন। আহত আলামিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাভিদ জানান, হাসপাতালে আনার অন্তত ২০ মিনিট আগে সবুজ নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ তার বাড়ির লোকজন নিয়ে গেছে’।















