খাদ্যাভাবে ডুমুরিয়ার লোকালয়ে হনুমান

0
174
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা) : খাদ্যাভাবে লোকালয়ে এসেছে ৩ টি  হনুমান। গতকাল রোববার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের এ হনুমান ৩ টি দেখা যায়। তাদেরকে এলাকার বিভিন্ন দোকানপাঠ ও বাড়িতে গিয়ে খাবার তুলে নিয়ে খেতে দেখা গেছে।
চাকুন্দিয়া ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মালী জানায় , খাদ্যাভাবে পাশ্ববর্তী উপজেলা কেশবপুর বাজার থেকে প্রায় ২০ কিলোমিটার পাড়ি দিয়ে হনুমান গুলো লোকালয়ে এসেছে। পেট দেখে মনে হচ্ছে এরা কতকাল পেট ভরে খেতে পারেনি। একারণে এলাকার বিভিন্ন দোকানপাট ও বাড়িতে প্রবেশ করে বিভিন্ন ধরনের খারাপ নিয়ে দৌড়ে পালিয়ে গিয়ে ফাঁকা স্থানে বসে খাবার খাচ্ছে। আবার অনেক উৎসুক জনতা খাবার কিনে খাওয়াচ্ছে। এগুলোকে দেখার জন্য এলাকায় উৎসুক জনতা তাদের পিছু নিচ্ছে। এভাবে সন্ধ্যা পর্যন্ত হনুমান গুলোকে এলাকায় ঘুরে খাবার খেতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here