বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের দ্বি-তল কমিউনিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আবর্তক ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত

0
214

এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুরে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের দ্বি-তল কমিউনিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং আবর্তক ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩জুলাই)সকাল ১১টায় উপজেলার পাড়ালা মন্দির চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের দ্বি-তল কমিউনিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও ৮০জন উপকারভোগীদের মধ্যে ৩৫ জনকে ৫০ হাজার টাকা ও ৪৫ জনকে ১লাখ করে সর্বমোট ৬২ লাখ ৫০ হাজার টাকার ঋনের চেক বিতরণ করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার তারিকুল ইসলাম এর পরিচালনায়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মোসাম্মৎ হামিদা বেগম, নিবন্ধক ও মহাপরিচালক সমবায় অধিদপ্তরের শফিকুর রেজা বিশ্বাস, খুলনা বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মিজানুর রহমান, প্রকল্প পরিচালক মডেল গ্রাম পাইলট প্রকল্পের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দীন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) যশোরের শরিফুল ইসলাম, মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু সহ বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here