শাহাদত হরিনাকুন্ডু প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে সাপে র্কেটে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল্লাহ (৩৫)উপজেলার ফলসী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।মঙ্গলবার(২৫ জুলাই) বেলা ১২টায় পাট কেটে জাগ/পঁচন দেওয়ার সময় গর্তে পা দিলে তাকে সাপে কাটে, পরে তাকে চিকিৎসার জন্য হরিণাকুণ্ডু হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এব্যাপারে হরিণাকুণ্ডু উপজেলা প:প: কর্মকর্তা ডা: জামিনুর রশিদ জানান, কৃষিকাজ করার সময় গর্তে পা দিলে তাকে কামড় দেয়,তবে কি সাপে কামড় দিয়েছে সেটা জানাতে পারেননি।















