পাইকগাছায় মহানবী(সঃ)কে নিয়ে কটুক্তি করায় আটক এক

0
161
পাইকগাছা প্রতিনিধি :  পাইকগাছায় মহানবী(সঃ)কে নিয়ে কটুক্তি করায় মিহির মন্ডল কে জনতার কাছ থেকে উদ্ধার করে মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।পুলিশ পলাতক অনুজ কে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। জানা যায়,পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল গ্রামের অজিত মন্ডলের ছেলে মিহির মন্ডল ও তার ভাইপো অনুজ মন্ডল বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা পৌর সদরের মৎস্য আড়ৎ(মাছ কাটা)এ মহানবী(সঃ)কে নিয়ে কটুক্তি করলে ধর্মপ্রান মুসল্লীরা জানতে পেরে মারপিট শুরু করলে মৎস্য আড়ৎদারী সমিতির লোকজন মিহির কে সমিতির কার্যালয়ে আটকে রাখে এবং অনুজ পালিয়ে যেতে সক্ষম হয়। হাজার হাজার ধর্মপ্রান মুসল্লীরা বিক্ষোভ করতে থাকলে পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম জানতে পেরে তড়িৎ গতিতে ঘটনাস্হলে পৌছে মিহির কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ বাদী হয়ে মিহির মন্ডল কে প্রধান আসামী করে দুই জনের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উষ্কানিমুলক অপরাধে মামলা দায়ের করে। পাইকগাছা থানার মামলা নম্বর ৩৪,তাং ২৭/০৭/২৩ইং।ধারা ১৫৩/২৯৫(ক)। পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম জানান,মিহির মন্ডল কে জেল হাজতে পাঠানো হয়েছে আর অপর আসামী অনুজ কে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে পাইকগাছা থানার ওসির তাৎক্ষণিক পদক্ষেপ নেয়াতে অস্হিরতা মোকাবেলা করায় ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here