যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সাব্বির মালিক বাবু সভাপতি ও শাহিনশা রানা সাধারণ সম্পাদক নির্বাচিত 

0
182
যশোর প্রতিনিধি : যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সাব্বির মালিক বাবু সভাপতি ও শাহিনশা রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিরতিহীন ভাবে বিকেল ৩ টা পর্যন্ত। নির্বাচনে ৯৬ জন ভোটারের মধ্যে ৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদের তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ লড়াইয়ে সাব্বির মালিক বাবু ৪৮ ভোট পান এবং তার একমাত্র প্রতিদ্বন্দি ফজলে রাব্বি মোপাসা ৪৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে শাহিনশা রানা ৬১ ভোট পান,তার দুই প্রতিদ্বন্দী সেলিম হোসেন ২৪ এবং তিতাস আহমেদ ১০ ভোট পান। দুটি সহ-সভাপতি পদে নুর ইসলাম ৪৯ এবং সুলতান আহমেদ ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী ইসমাইল হোসেন ৩৩,ফিরোজ উদ্দিন তোতা ২৯ এবং শফিয়ার রহমান ১৭ ভোট পান। দুটি সহ-সাধারণ সম্পাদক পদে আবু ইসহাক বাবু ৬৫ এবং কামাল আহমেদ ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী কামাল উদ্দিন রানা ২৬,শাহরাজ আলী ২০ এবং সেলিম আহমেদ ১৮ ভোট পান। সাংগঠনিক সম্পাদক ফিরোজ আক্তার ৪০ ভোট পেয়ে নির্বাাচিত হন। তার দুই প্রতিদ্বন্দী মোয়াজ্জেম হোসেন মিন্টু ২৯ এবং শেখ শরিফুল ইসলাম ২৪ ভোট পান। এছাড়া প্রচার সম্পাদক পদে বিপ্লব মাহমুদ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন,তার একমাত্র প্রতিদ্বন্দী রিয়াজ মাহমুদ লালন ৪৪ ভোট পান। দপ্তর সম্পাদক পদে ওয়ারেশ আলী আনসারী খাজা ৬০ পেয়ে নির্বাচিত হন,তার একমাত্র প্রতিদ্বন্দী সাইফুল ইসলাম ৩৪ ভোট পান। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে রাহিমা খাতুন হাফিজ ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন,তার একমাত্র প্রতিদ্বন্দী রবিউল ইসলাম রবি ৩২ ভোট পান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাসেম আলী ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন,তার একমাত্র প্রতিদ্বন্দী আবু বক্কার সিদ্দিক ৩৯ ভোট পান। কোষাধ্যক্ষ পদে শরিফুল ইসলাম শরীফ ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন,তার একমাত্র প্রতিদ্বন্দী মাহমুদুল ইসলাম নাসিম ৩৫ ভোট পান। এছাড়া তিন নির্বাহী সদস্য পদের বিপরীতে তিনজনের অধিকা প্রার্থী না হওয়ায় মিজান চৌধূরী,জাহিদুল ইসলাম ও ই¯্রাফিল হোসেন বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার শাহীন ইকবাল ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন,সদস্য সচিব আবু জাফর,সদস্য তরিকুল ইসলাম ও ইকবাল হোসেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here