যশোর অফিস : যশোর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
গত শনিবার বেলা সাড়ে ১১ টার সময় যশোর জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
মতবিনিময় সভায় যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, যশোরের সকল মানুষের কে সাথে নিয়ে কাজ করার সুযোগ যাতে তৈরি হয় সেজন্য সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনার মাধ্যমে এগিয়ে যেতে চান।
তিনি আরো বলেন, সাংবাদিকরা যেকোনো সময় তাদের সার্বিক বিষয় জেলা প্রশাসকের সহযোগিতা পাবেন। সংবাদপত্র সমাজের দর্পণ,দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরকে স্মার্ট জেলায় রূপান্তর করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সভা পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান।
মতবিনিময়ে সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেন দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান,প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও নুর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু,রুকুন উদ্দৌলাহ্, আনোয়ারুল কবির নান্টু,যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ,ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদকএস এম ফরহাদ,যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক,দেওয়ান মোর্শেদ আলম, সাজ্জাদ গণি খান রিমন, শেখ আব্দুল্লাহ হোসাইন, শহিদ জয়, জুয়েল মৃধা, মনিরুল ইসলাম, হাবিবুর রহমান মিলন হানিফ ডাকুয়া,মনিরুজ্জামান মনির,বিএম আসাদ,ইন্দ্রজিৎ রায়, প্রণব দাস,প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত,ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না হোরায়রা।#















