যশোর ৫শ’ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন হাসপাতালে যোগদান করলেন দেশি-বিদেশী ৪৪ ইন্টার্ন ডাক্তার

0
216

যশোর।: পাঁচশ’ শয্যা বিশিষ্ট যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য এমবিবিএস পাশ করা ৪৪ জন দেশি-বিদেশী ডাক্তার ইন্টার্ন হিসেবে যোগদান করলেন।
এ উপলক্ষ্যে ০১ আগস্ট ২০২৩ মঙ্গলবার মেডিকেল কলেজের ডিজিটাল লেকচার থিয়েটারে ইন্টার্ন ইন্ডাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। ইন্টার্ন ডাক্তারদের ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। এসময় তাদের হাতে লকবুকের ফাইলও তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের উপদেষ্টা বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল সমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।
ইন্টার্ন ডাক্তারদের উদ্দেশ্যে বক্তব্যে অতিথিরা বলেন, একটি বছর ইন্টার্ন ডাক্তারদের পেশাগত দক্ষতা অর্জনের সুবর্ণ সুযোগ। রোগীদের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষাগুলো ডাক্তারদের নিজ হাতেই করতে হবে। রোগীদের চিকিৎসা ঠিকমত দেয়া হচ্ছে কিনা সে ব্যাপারেও ইন্টার্ন ডাক্তারদের বিশেষ নজর রাখার আহবান জানান তারা।
সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সন্জয় সাহা, মেডিসিন বিভাগের প্রধান এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, গাইনী বিভাগের অধ্যাপক ডা. হাসানুজ্জামান, অর্থপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম, সার্জারী বিভাগের অধ্যাপক ডা. এসএম আবু আহসান, বায়োকেমেস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার, ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মীর মুয়ীদুল ইসলাম ও কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এএসএম আব্দুর রহমান।
ইন্টার্ন ডাক্তারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা. সেহরিশ ফারুক শোলা ও ডা. পূজা রায়।
ইন্টার্ন ডাক্তারদের শপথ বাক্য পাঠ করান ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. এএসএম রিজওয়ান।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন লেকচারার ডা. রোকসানা হাবিব ও ডা. ফাতেমাতুজ্জাহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here