যশোর অফিস : মঙ্গলবার সকালে যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন এর নেতৃত্বে আগামী ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকল শহীদদের স্বরণে যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, হুমায়ুন কবির কবু, এ্যাড. মোহাম্মদ আলী রায়হান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে শোকাবহ আগস্ট উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
গতকাল মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিগত কয়েক বছর যাবৎ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শোকাবহ আগস্ট মাসের কর্মসূচি শুরু করে যবিপ্রবি।
যবিপ্রবি ক্যাম্পাস থেকে সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। পরে যবিপ্রবি শিক্ষক সমিতি, যবিপ্রবি ছাত্রলীগ, কর্মচারী সমিতির তত্ত্বাবধায়ক কমিটিও জাতির পিতার সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শহিদ সকল সদস্যের রূহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু সমাধিসৌধ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সামিউল আলম নওয়াব। পরে যবিপ্রবির উাপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন সমাধিসৌধের শোক বইয়ে স্বাক্ষর করেন।
এদিকে শোকাবহ আগস্ট উপলক্ষে আগামী ১৫ আগস্ট সূর্যোদয়ক্ষণে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিতকরণ, পরে জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। এ ছাড়া ওই দিন বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করা হবে। শোকাবহ আগস্ট উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারকে নিত্য-প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি নিয়েছে যবিপ্রবি কর্তৃপক্ষ। প্রতিবারের মতো এবারও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ আগস্ট অনুষ্ঠেয় ওই কর্মসূচিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, ড. তানভীর ইসলাম, ড. মো. মুনিবুর রহমান, ড. মো. হাফিজ উদ্দিন, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, শোকাবহ আগস্ট পালন সংক্রান্ত কমিটির সদস্য সচিব ডা. দীপক কুমার মন্ডল, কর্মচারী সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক মো. রবিউল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণও উপস্থিত ছিলেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোসাব্বির হোসাইন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
অপরদিকে বাঙালির শোকের মাস আগস্ট, ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
পঁচাত্তরের ১৫ আগস্ট মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন।
এছাড়া ১আগষ্ট যশোর শহরের প্রাণকেন্দ্র বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ যশোর জেলা শাখার পক্ষ থেকে সকাল ১১টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ যশোর জেলা শাখার সভাপতি আসাদুল হক আসাদ ও সাধারণ সম্পাদক আব্দার রহমান,জেলা শাখার নেতা লাভলু, শহর শাখার সভাপতি গাউসুল ইসলাম রিকু, সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকী সামী, শহর শাখার নেতা মামুন,সাজ্জাতসহ উপজেলা,শহর, ওয়ার্ড শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলো।















