এসরকার জনগণের সরকার,অসহায় পরিবারের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। চুয়াডাঙ্গায়  ঢেউটিন ও নগদ অর্থ বিতরণে এমপি টগর

0
153
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর
চুয়াডাঙ্গা সদর উপজেলায়  অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন।
বুধবার  বেলা সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা  সদর উপজেলা পরিষদের উদ্যোগে  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা চত্বরে আয়োজিত  ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া।প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।প্রধান অতিথি সাংসদ আলী আজগর টগর এসময় উপকারভোগী ৩৭ জনের  ৪২ বান্ড ঢেউটিন ও নগদ ১ লাখ ২৬ হাজার টাকা বিতরণ করেন। তিনি এসময় বলেন, বর্তমান সরকার জনগণের সরকার।এসরকার  অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here