রূপদিয়ার জামতলা আফিল ব্রিকসের সামনে রুপসা পরিবহন উল্টে নিহত- ১, আহত অন্তত-৩০

0
156
রাসেল মাহমুদ : যশোর সদর উপজেলার রূপদিয়ার হাটবিলা-জামতলায় নামক স্থানে রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বাস হেলপার কেশবপুরের বাগডাঙ্গা গ্রামের শামসুর রহমানের ছেলে জামাল হোসেন (৩৬)। এ ঘটনায় আহত কম-বেশী অন্তত ৪০ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ৩ আগষ্ট আনুমানিক সকাল ১০ টার দিকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রূপসা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৫৪৮১) বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এ সময় ওই বাসের হেলপার জামাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত শফিকুল (৪৫), মেজবাউল (৬৪) ও আবু সুফিয়ানকে (৩৬) আবুল খায়ের (৬৬) কে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, রূপদিয়া জামতলা আফিল ব্রিকসের সামনে প্রতিনিয়তই এমন দুর্ঘটনা ঘটে চলে। সামান্য বৃষ্টি হলেই যশোর-খুলনা মহাসড়কের উপর পিচ্ছিল হয়ে বিপদজনক হয়ে পড়ে। আফিল ব্রিকসের মাটি পড়ে রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে। ঘটনার দিন বৃহস্পতিবার সকালের দিকে বৃষ্টি হয়ে সড়কটি পিছিল হওয়ায় দূর্ঘটনাটি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here