যশোরে প্রতারণার মাধ্যমে ১৬ লাখ টাকা হাতিয়ে নেন নাঈম ও ইনছান

0
158

স্টাফ রিপোর্টার : যশোরে প্রতারণার করে ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নাঈম হোসেন (২৮) ও ইনছান আলী নামে (৩২) দুই প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) গভীর রাতে তাদেরকে আটক করা হয়। আটক নাঈম হোসেন যশোর সদরের শেখহাটি মোল্লাপাড়ার ও ইনছান আলী নওয়াপাড়ার বাসিন্দা। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। প্রতারণা শিকার ভুক্তভোগী যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা তিতাস মামলার অভিযোগে জানায়, তার আপন ছোট ভাই রাজু যশোর শহরের আরএনরোডের মোটরপার্টস ব্যবসায়ী। ছোট ভাই রাজুর সাথে নাঈমের পূর্ব পরিচয় ছিলো। নাঈমের মাধ্যমে ইনছান আলীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আসামিরা বিভিন্ন রকমের প্রতারণার ফাঁদ পাতেন। প্রতারণার ফাঁদ হিসেবে আসামিরা বলেন, ‘রাজুর ছেলের ওপর জ্বিনের আছড় পড়েছে মৃত্যু হবে, তাকে রক্ষা করবে জ্বিনের বাদশা’। এরপর ভুক্তভোগীর বাড়ির পাশে কলাবাগানের মধ্যে জ্বিনের আসর বসাতো। গত বছর ২০২২ সালের ১ আগস্ট থেকে প্রতারণা শুরু হয়। আর গত ৮ মাসে একে একে এ পর্যন্ত ১৬ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। সর্বশেষ স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ওই কলাবাগানের পাশ থেকে নাঈম ও ইনছানকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here